ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:১৮, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার একটি সমরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিধ্বস্তের ঘটনাটি ঘটে সিরিয়ার খেমলিন বিমানঘাঁটিতে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৬ জন যাত্রী ছিলেন এবং ছয়জন ছিলেন বিমানের কর্মী।

সামরিক মালামাল বহনকারী এই বিমানটি সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ার কাছে খেমলিন বিমানঘাঁটিতে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনও কারিগরী জটিলতায় এমনটা হয়ে থাকতে পারে।  

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি