ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রাশিয়ায় বিরোধীদলীয় নেতাসহ আটক শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকসহ সরকারবিরোধী আরো কয়েকশ অ্যাক্টিভিস্টকে আটক করা হয়েছে। শনিবার রাজপথের বিক্ষোভ থেকে এ ধরপাকড় চালানো হয়। চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুতিনের শপথগ্রহণকে সামনে রেখে তাদের আটক করে পুলিশ।

এর আগে রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনিক পুতিনকে জার আমলের মতো স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেন এবং তার প্রতি অনাস্থা জানাতে নিজের সমর্থকদেরকে রাস্তায় নেমে আসার আহবান জানান।

২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন ৭৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। আর এর মাধ্য দিয়ে তিনি এ দফায় ২০২৪ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকছেন।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি