ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ইগারকা শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

তবে ওই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি মন্ত্রণালয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে থাকা তিন ক্রু সদস্য এবং ১৫ যাত্রীর সবাই মারা গেছেন। কি কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, হেলিকপ্টারটি তার কর্মীদের নিয়ে একটি তেলের স্টেশনে যাচ্ছিল। এই ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিকে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় হেলিকপ্টারটি নিরাপদে ওই তেল স্টেশনে পৌঁছেছে।


সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি