ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২৫ জানুয়রি বৃহস্পতিবার দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এছাড়া ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

এ বিষয়ে স্পিকার গণমাধ্যমকে বলেন, ইসির প্রস্তাবিত তফসিল অনুযায়ী নির্বাচনসহ এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সে হিসেবে আজ বৈঠক হয়েছে। বর্তমানে ৩৪৮ জন সংসদ সদস্য রয়েছেন। আমরা এই ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। এই সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে তার পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান মতে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের করতে হবে।  

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি