ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

রাস্তায় পশু কোরবানি করা যাবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৫, ১৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না। তবে বাড়ির আঙিনায় ব্যবস্থা থাকলে সেখানে করা যাবে। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

ঈদুল আজহায় পশু কোরবানি ও দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সরকার সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়েও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে।

নির্ধারিত স্থান ছাড়া যত্র-তত্র এমনকি রাস্তার উপরও পশু কোরবানি করে পরিচ্ছন্নতা নষ্ট করা যাবে না। কারণ, যত্র-তত্র কোরবানির পশুর মাংস বা রক্ত পড়ে থাকলে তাতে পরিবেশ নষ্ট হয় বলে জানান মন্ত্রী।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি