ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রিশার হত্যাকারী ওবায়দুল নীলফামারী থেকে আটক

প্রকাশিত : ১২:২৮, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:২৮, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল হককে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে নীলফামারীর ডোমার থেকে গ্রেফতার করা হয়। ওবায়দুলের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জের মীরাটঙ্গি গ্রামে হলেও রিশাকে হত্যার পর সে নীলফামারীতে লুকিয়ে ছিল বলে জানায় পুলিশ। এর আগে গতকাল দিনাজপুর থেকে তার বোন ও বোনের জামাইকে আটক করা হয়। গত বুধবার দুপুরে রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় রিশা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি