রিয়াল বেটিসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ
প্রকাশিত : ১০:৩৮, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৩৮, ১৩ মার্চ ২০১৭
স্প্যানিস লা লিগায় রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে আক্রমণ-পাল্টা আক্রমনে জমে উঠে খেলা। খেলার ২৪ মিনিটে সানাবরিনের গোলে এগিয়ে যায় রিয়াল বেটিস। এরপর খেলার ৪১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর দর্শনীয় গোলে ১-১ এ সমতা এনে বিরতিতে যায় জিদানের শিষ্যরা। বিরতির পর আরো এক গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। ৮১ মিনিটে সার্জিও রামোসের হেড জালে আশ্রয় নিলে ২-১ গোলের জয় নিশ্চিত হয় তাদের। এ জয়ে ২৬ খেলা থেকে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন