রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই
প্রকাশিত : ১৬:৪৭, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪৭, ২৭ জুলাই ২০১৬
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই।
যুক্তরাষ্ট্রের ওহিও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমের প্রীতি ক্লাব প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নিচ্ছে জিদানের শিষ্যরা। পিএসজির সঙ্গে শেষ চারবারের মুখোমুখিতে ৩টিতে জয় পেয়েছে রিয়াল। একটি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। পরিসংখ্যানের দিক দিয়ে রিয়াল এগিয়ে থাকলেও জয়ের জন্যই লড়বে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। আর প্রতিপক্ষকে হারিয়েই এগিয়ে থাকতে চায় রোনালদো-বেনজামারা।
আরও পড়ুন