ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রুয়েট ক্যাম্পাসে রূপালী ব্যাংকের এটিএম বুধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ১২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২১, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রুয়েট ক্যাম্পাসে রূপালী ব্যাংক লিমিটেডের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ব্যাংটির এটিএম ও পিওএস নেটওয়ার্ক সম্প্রসারনের ধারাবাহিকতায় এটি উদ্বোধন করা হয়।

এটিএম বুথ সার্ভিস উদ্বোধন করেন রুযেটের ভিসি প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ এবং রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।

ভিসি তার বক্তব্যে ক্যাম্পাসে এটিএম বুথ স্থাপন করে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সহায়তা করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ৭৮ সাল থেকে রূপালী ব্যাংক ক্যাম্পাসে সেবা দিয়ে আসলেও বর্তমানে অতীতের যে কোন সময়ের চেয়ে আরো বড় পরিসরে আরও উন্নত সেবা দিচ্ছে রূপালী ব্যাংক।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রুয়েট ক্যাম্পাসে এটিএম বুথ স্থাপন করেছি। আমরা আমাদের গ্রাহকদের আরো বেশি কাছে যাওয়ার জন্য, আরো ভালভাবে যাওয়ার জন্য, আরো উন্নত সেবা ও আরো বেশি প্রোডাক্ট দেওয়ার জন্য এই এটিএম সার্ভিস চালু করেছি। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি