ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রেখা রানী ওঝা সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়েছেন স্কুল

প্রকাশিত : ১৫:৫২, ১০ জুন ২০১৬ | আপডেট: ১৩:১৭, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সারা জীবনের সঞ্চয় দিয়ে স্কুল গড়েছেন গোপালগঞ্জের রেখা রানী ওঝা। স্কুলটিতে বিনা বেতনে পড়ছে মেয়েরা। টাকার অভাবে কষ্ট করে পড়াশোনা করেছেন, তাই টাকার জন্য পড়াশোনা করতে না পারাটাও উপলব্ধি করেন বেশ। আর সে চিন্তা থেকেই মেয়েদের জন্য বিনা বেতনে পড়ার পথটা সুগম করে দিয়েছেন আলোকিত এই নারী। রেখা রানী ওঝা, তিলে তিলে জমানো টাকায় মেয়েদের জন্য গড়ে তোলেন স্কুলটি। নাম দেন কুমারী রেখা রানী নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ২০১৩ সালে মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পথচলা। আর এখন স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা একশ’রও বেশি। স্কুলে পাঠ্যবইয়ের পাশাপাশি দেয়া হয় জীবনমুখী নানা শিক্ষা। প্রত্যন্ত গ্রামে মেয়েদের সুশিক্ষা দিতেই তাঁর এ উদ্যোগ। আর এই সুযোগ পেয়েই খুশী শিক্ষার্থীরা। স্কুলটিকে টিকিয়ে রাখতে রেখার পাশে দাঁড়িয়ে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন শিক্ষকরা। দরিদ্র মা-বাবার সংসারে জন্ম নেয়া রেখা নিজের উপার্জনেই পড়াশোনা করেছেন। হাসপাতালে সেবিকার চাকরি করেছেন। এক সময় অসুস্থ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেয়া রেখা জীবনের সবটুকু সঞ্চয় দিয়েই গড়েছেন স্কুলটি। পিছিয়ে পড়া গরীব মেয়েদের ভবিষ্যত গড়ার স্বপ্ন সত্যি করতে সংসার গড়েননি তিনি। স্কুলটিই এখন তার সংসার। রেখা রানীর মতো আলোকিত মানুষের আলোকচ্ছটা ছড়িয়ে পড়–ক দেশের প্রতিটি প্রান্তে; এমনটাই প্রত্যাশা তাঁর শুভাকাঙ্খীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি