ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রেলওয়ের পূর্বাঞ্চলের বরখাস্ত মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র

প্রকাশিত : ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নিয়োগ-দুর্নীতির সাত মামলায় রেলওয়ের পূর্বাঞ্চলের বরখাস্ত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ’সব অভিযোগপত্র  জমা দেয়া হয়। দুই বছর আগে এ’সব মামলায় মৃধাকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছিল দুদক। পরে ২০১৬ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ’সব মামলা অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান। তদন্তে ইউসুফ আলী মৃধার জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে সব মামলায় আসামী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি