ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ১০:১১, ২৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো।

লুক্সেমবার্গ স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই উজ্জ্বীবিত পর্তুগাল। ১৮ মিনিটেই তিনবার জালে বল পাঠানো পর্তুগাল আভাস দিল গোল উৎসবের।

ক্রিশ্চিয়ানোর জোড়া গোল ছাড়াও গোল করেছেন জোয়াও ফেলিক্স, বের্নার্দো লিভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও। 

ম্যাচের নবম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। অষ্টাদশ মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন সিলভা। ৯ মিনিটের মধ্যে তিন গোল হজম করে দিকহারা লুক্সেমবার্গ আর ঘুরে দাঁড়ানোর পথ পায়নি। 

৩১ মিনিট নিজের দ্বিতীয় গোলটি করেন পুর্তগাল অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল হলো ১২২টি। পেশাদার ফুটবলে ক্লাব ও জাতীয় দল মিলে তার গোল ৮৩২টি। 

দ্বিতীয়ার্থে জালের দেখা পান ওতাভিও ও রাফায়েল লেয়াও।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। 

এদিকে, কেইন-সাকারের গোলে ইউক্রেইনকে ২-০তে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আর মাল্টার  মাঠ থেকে ২-০ তে জয় নিয়ে ফিরেছে ইতালি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি