ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা তৈরি করছে বাংলাদেশ, দাবি সু চির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ২৫ আগস্ট ২০১৮

 

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বাংলাদেশ জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন মিয়ানমারের নেত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।

শুক্রবার রোহিঙ্গা বিতাড়ন নিয়ে সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে সু চি বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার সব প্রস্তুতি নিয়েছে মিয়ানমার৷ এক্ষেত্রে সহযোগিতা করছে না বাংলাদেশ৷ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দায়িত্ব ঢাকার৷

প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে গত বছরের ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। আজ রোহিঙ্গা নিধনের ১ম বার্ষিকী। বিশ্বব্যাপী উদ্বাস্তু ও শরনার্থী প্রবেশের দ্বার বন্ধ হয়ে গেলেও বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ শুধু আশ্রয়ই দেয়নি তাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করেছে। বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের কাছে দাবি করে আসছে।

প্রায় ১০ মাস আগে ঢাকা ও নেই পি দোর মধ্যে শরণার্থী প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয়৷ তারপরও নানা অছিলায় রোহিঙ্গাদের রাখাইনে প্রবেশের অনুমতি দেয়নি সু চি সরকার৷ শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম অভিযোগ জানান, প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়িত করছে না মিয়ানমার৷ সু চি-র বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই৷ এমন মন্তব্য বিস্ময়কর এবং খুবই হতাশাজনক৷    

এদিকে দুই দেশের টানাপোড়েনে রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ছে৷ রাখাইন ফিরে গেলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রোহিঙ্গারা৷ ফেরত নিলেও রোহিঙ্গাদের নির্ধারিত ক্যাম্পে রাখবে বার্মিজ সরকার৷ সারাক্ষণ চলবে সেনার নজরদারি৷

কুতুপালং শিবিরের শরণার্থী হামিদা জানান, গতবছর প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন তিনি৷ চোখের সামনেই হত্যা করা হয় তাঁর স্বামীকে৷ রাখাইনে থাকা আত্মীয়রা নাকি খবর পাঠিয়েছেন ফিরলেও ক্যাম্পেই থাকতে হবে রোহিঙ্গাদের৷ এহেন পরিস্থিতিতে দেশে ফিরতে চাইছেন না অনেক শরণার্থী৷

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক মহল৷ সদ্য বার্মিজ সেনার একাধিক শীর্ষ আধিকারিক ও দু’টি ইউনিটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন৷ ফলে কিছুটা কোণঠাসা হয়ে কৌশল পালটেছে বার্মিজ সরকার৷

সূত্র : সংবাদ প্রতিদিন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি