রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাহাড় কেটে ঘর তৈরি এখনো চলছে
প্রকাশিত : ১০:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৭
কক্সবাজারে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাহাড় কেটে ঘর তৈরি এখনো চলছে। উজাড় হচ্ছে বনভূমিও। হুমকিতে পড়েছে এই এলাকার পরিবেশগত ভারসাম্য। কিন্তু, এত কিছুর পরেও কোন ব্যবস্থা-ই নিতে পারছে না, বন ও পরিবেশ বিভাগ। মুহাম্মদ নূরন নবী’র তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব।
এভাবেই, পাহাড় আর টিলা কেটে, ঘর- রাস্তা তৈরি করছে মিয়ারমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। পাহাড় হারাচ্ছে আকৃতি। এই চিত্র, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এ নতুন গড়ে ওঠা অনিবন্ধিত ক্যাম্পের।
একই, উখিয়ার বালু-খালী এবং টেকনাফের, লেদা অনিবন্ধিত ক্যাম্পে’রও। শুধু তাই নয়, টাকা’র বিনিময়ে ঘর বানিয়ে দিচ্ছে একটি অসাধু চক্র।
ধ্বংসের শেষ এখানেই শেষ নয়। উজার করা হচ্ছে বনও। কেউ কেউ গাছ বিক্রির টাকা দিয়ে, প্লাস্টিক, বাঁশ কিংবা ত্রিপল কিনে ঘর বানাচ্ছে। এই প্রক্রিয়ায়, পুরো পাল্টে গেছে এই এলাকার চিরচেনা প্রাকৃতিক দৃশ্যপট।
কাজ হয়নি, জেলা প্রশাসনের নির্দেশনায়। পরিবেশ ধ্বংসের এই প্রক্রিয়া বন্ধে, অনেকটা অসহায় অবস্থায় বন বিভাগ।
শুধু, বসতি স্থাপনই নয়, এখন তারা সামাজিক বনায়ন নষ্ট এবং মাটি কাটার দিকে ঝুকছে বলে বলে জানিয়েছে বন বিভাগ।
আরও পড়ুন