ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রোহিঙ্গা শরনার্থীদের সহায়তায় ত্রান সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ

প্রকাশিত : ১৮:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রোহিঙ্গা শরনার্থীদের সহায়তায় ১ হাজার ৪৭২ মেট্রিক টন ত্রান সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ। সকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে জাহাজটি নোঙ্গার করে। এসময় রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানানো হয়। জাতিগত দাঙ্গায় বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গা শরনার্থীদের সহায়তায় মালয়েশিয়া থেকে ত্রান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এম ভি নটিক্যাল আলীয় নামের  একটি জাহাজটি। জাহাজটিতে চাল, চিনি, চা পাতা, ঔষধসহ বিভিন্ন ত্রান সামগ্রী রয়েছে। আনুষ্ঠানিক ভাবে এসব ত্রান গ্রহণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মালয়েশিয়ান প্রতিনিধি দলটি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের বিশ্ববাসীর প্রতি আহবান জানান । এসময় পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম জানান, মিয়ানমানর থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের ঠেঙ্গাচরে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া থেকে আসা এসব ত্রান টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বিতরন করা হবে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি