ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৩৪, ৩০ এপ্রিল ২০১৮

সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সঙ্কটের সমাধান চায় বাংলাদেশ। সোমবার সকালে, গণভবনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ’কথা বলেন।

আর নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা বলেছেন, প্রক্রিয়া জটিল হলেও দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন হওয়া প্রয়োজন।

রোহিঙ্গা সমস্যা সরেজমিন পরিদর্শন শেষে সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা জানায় তারা।

এ’সময় মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কথা জানিয়ে, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর জোরালো চাপ দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়।

এক্ষেত্রে চীন, রাশিয়া, ভারত ও জাপানের বড় ধরণের ভূমিকা পালনে প্রত্যাশার কথা জানান শেখ হাসিনা।

উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলে ছিলেন- নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধি।

পরে মিয়ানমারে রওনা দেয়ার আগে হজরত শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। তারা বলেন, প্রক্রিয়া জটিল হলেও দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া প্রয়োজন।

নিজের চোখে না দেখলে সমস্যার ভয়াবহতা অনুধাবন করা সম্ভব নয় বলেও জানান নিরাপত্তা পরিষদের সদস্যরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি