রোহিঙ্গা সমস্যার সমাধানে আরো জোরদার করা প্রয়োজন আন্তর্জাতিক প্রচেষ্টা
প্রকাশিত : ১৮:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭
রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরো জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর এ’কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার হাইকমিশনার। মিয়ানমারে নির্যাতনের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। এ’সময় হত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনের বর্ণনা দেয় রোহিঙ্গারা।
পরে কূটনীতিকরা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক তৎপরতা আরো বাড়ানো প্রয়োজন। শরণার্থীদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্য আন্তর্জাতিক সংস্থায় তুলে ধরার কথাও জানান তারা।
এদিকে, রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, নির্যাতনের ভয়ংকর স্মৃতি এখনো তাড়া করে ফেরে তাদের।
বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রচেষ্টায় সমস্যা সমাধানের আশা করছেন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
আরও পড়ুন