রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ২১:০৯, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ২১:২৫, ৪ জুলাই ২০১৭

বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থাং তুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিভিন্ন বিষয় সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৩০ হাজার হলেও আসলে মিয়ানমার থেকে চার লাখের মত শরণার্থী এসেছে বলে প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন। ’
‘‘দ্বি-পক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশীদের মধ্যে সমস্যা হতেই পারে। কিন্তু এটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি।”
বাংলাদেশে দীর্ঘদিন ধরে কয়েক লাখ রোহিঙ্গার বসবাস করছে। এর মধ্যে গত বছরের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে আবারো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। এই দফায় ৫০ হাজারের বেশি মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে বলে সরকারের ভাষ্য।
এ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অশান্ত পরিস্থিতির সময় ভারতের সঙ্গে শরণার্থী সমস্যার দ্বি-পক্ষীয় সমাধানের কথা বৈঠকে তুলে ধরেন শেখ হাসিনা।
অন্যদিকে উ থাং তুন বলেছেন, তারা ‘ন্যাশনাল ভেরিফিকেশন সিস্টেম’ চালু করতে চান।
মিয়ানমার থেকে আসা নেশাদ্রব্য ইয়াবার প্রভাবে বাংলাদেশের তরুণ সমাজের অধ:পতনের বিষয়টিও আলোচনায় আসে বলে প্রেস সচিব জানান।
প্রধানমন্ত্রী বৈঠকে ইয়াবা চোরাচালানের বিষয়টি তুলে ধরে এ বিষয়ে মিয়ানমার সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তার সরকার মাদক পাচার বন্ধে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে।
আলোচনায় দুই দেশের শান্তি ও স্থিতিশীলতা চান বলে জানান উ থাং তুন।
এ প্রসঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ এবং নিরাপত্তার বিষয়ে তথ্য বিনিময়ের কথা তিনি তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে গ্যাস বিক্রির ব্যাপারেও আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন।
ইআর/ডব্লিউএন
আরও পড়ুন