ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রোহিঙ্গারা যাতে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান

প্রকাশিত : ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে পরিচয় গোপন করে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট করতে না পারে সেজন্য আইন- শৃংখলা বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের চিহ্নিতকরণ উপ-কমিটির প্রথম সভায় জেলা প্রশাসক এই নির্দেশনা দেন। বৈঠকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রোহিঙ্গারা চট্টগ্রামে অবস্থান নিয়ে কৌশলে পাসপোর্ট বানিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয় বৈঠকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি