ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

র‌্যাগিং: শাবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ৫ শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছেএকই অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে জরিমানাপাশাপাশি ঘটনায় দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে

বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০৭তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা সবাই পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে আশিক আহমেদ ও হামিদুর রহমানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অন্য তিনজনের মধ্যে মাহমুদুল হাসান ও শাহরিয়াজ জামানকে দুই বছরের জন্য এবং ইশতিয়াককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

এছাড়া সিন্ডিকেট সভায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতির অভিযোগে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন এবং সহপাঠীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাসেল পারভেজকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি