ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

লংকাবাংলা ফাইন্যান্স বার্ষিক প্রতিবেদন সেরা পুরস্কারে ভূষিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৫৪, ৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যানসিয়াল সার্ভিস বিভাগে লংকাবাংলা ফাইন্যান্স যুগ্ম বিজয়ী (প্রথম স্থান) হিসাবে সাফা বিপিএ ২০১৮ পুরস্কারে ভূষিত হয়।

গত ৩০ নভেম্বর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ কনফারেন্স হয়।  

অনুষ্ঠানে ইনষ্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-কে বার্ষিক প্রতিবেদনের জন্য ১৯তম জাতীয় আইসিএবি ২০১৮ এর যুগ্ম সেরা (প্রথম স্থান) এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে যুগ্ম সেরা (তৃতীয় স্থান) পুরস্কারে ভূষিত করে।  

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা শামীম আল মামুন, এফ. সি. এ. বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এর নিকট থেকে পুরস্কার সমূহ গ্রহণ করেন। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি