ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

লক্ষ্মীপুরে জামায়াতের মহিলা সংস্থার নেত্রীসহ আটক ১১

প্রকাশিত : ১৩:৪৭, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে গোপন বৈঠক করার সময় জামায়াতের মহিলা সংস্থার নেত্রী শিরিন আক্তারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানান, শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার মুক্তিগঞ্জের একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় জেহাদী বই ও ডায়রি। শিরিন আক্তার জামায়াতের মহিলা সংস্থার সদর উপজেলার সভানেত্রী বলে জানিয়েছে পুলিশ। এদিকে লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাট, অঠিয়াতলীসহ বিভিন্ন এলাকা থেকে ৩শ’ ৩ টি ইয়াবা ও ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ ৫ যুবককে আটক করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি