ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৪০, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় জেলায় দিন দিন বাড়ছে সুপারি ফলন। ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা। চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ছয় হাজার ২৬৫ হেক্টর জমিতে সুপারি হয়েছে। চাষীরা জানান, তাদের হিসেবে ৮০টি সুপারিতে এক পোন, আকার ভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২৫ টাকায়।

যারা পান খান তাদের অনেকের কাছেই লক্ষ্মীপুরের সুপারির কদর একটু আলাদা। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় যায় এখানকার সুপারি। এবার ফলন ও দাম ভালো পেয়ে খুশি চাষীরা।

চলতি বছর জেলায় উৎপাদিত সুপারি থেকে ৩২৫ কোটি টাকা আয় হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থাকলে বিদেশে সুপারি রফতানি করা সম্ভব বলেও মনে করেন এ কৃষি কর্মকর্তা।



এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি