ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

লঞ্চ ব্যবসায়ীর কাছে জিম্মি নিঝুমদ্বীপ-বন্দরটিলার মানুষ

প্রকাশিত : ১৪:৫৭, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ৪ ডিসেম্বর ২০১৬

ডিজিটাল যুগেও নিঝুমদ্বীপ-বন্দরটিলার মানুষ জিম্মি গডফাদার এক লঞ্চ ব্যবসায়ীর কাছে। দ্বীপের ৩০ কিলোমিটার আগেই যাত্রাবিরতি করায় বাকি পথ পাড়ি দিতে অপচয় হচ্ছে সময় আর টাকার। আছে জীবনের ঝুঁকিও। লঞ্চের দাবিতে তাই বছরজুড়েই আন্দোলনে নিঝুমদ্বীপ-বন্দরটিলার মানুষ। নিঝুমদ্বীপের বন্দরটিলা, হরিণবন, পাখির বনাঞ্চলসহ সাগরপারের সব এলাকা নতুন করে সাজাচ্ছে পর্যটন মন্ত্রণালয়। আছে শতাধিক আবাসিক হোটেল আর মোটেল। কিন্তু এই সৌন্দর্য দেখতে হলে মারাত্মক ধকল সহ্য করে পৌঁছাতে হয় নিঝুমদ্বীপের বন্দরটিলায়। এলাকার মানুষ বহুদিন ধরেই ঢাকা থেকে সরাসরি লঞ্চ যোগাযোগের দাবি জানালেও নির্বিকার বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, বিষয়টি তাদের সুনজরে আছে। আর দ্বীপের মানুষের দাবি, সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় কখনও ট্রলার, কখনও ভ্যানে চেপে তমরুদ্দি ঘাটে গিয়ে ঢাকার লঞ্চে উঠতে হয় তাদের। এতে যেমন ব্যয় বাড়ে তেমনি সময়েরও অপচয় হচ্ছে। উত্তাল মেঘনা পাড়ি দিয়ে লঞ্চঘাটে পৌঁছাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি