ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে মেয়র পদে নির্বাচন শেষ, চলছে ভোটগণনা।

প্রকাশিত : ১৮:৪৩, ৬ মে ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

লন্ডনে মেয়র পদে নির্বাচন শেষে চলছে ভোটগণনা। মোট ১২ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে পাকিস্তানী বংশোদ্ভূত লেবার পার্টির সাদিক খান ও কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথের মধ্যে। বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন সাদিক খান। আজ বিকেল নাগাদ ফলাফল জানা যাবে। সাদিক খান নির্বাচিত হলে তিনিই হবেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র। এদিকে, লন্ডনে মেয়র নির্বাচনের পাশাপাশি যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে প্রাদেশিক নির্বাচন। সব নির্বাচনের ফলাফল আজকের মধ্যে প্রকাশ করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি