ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

লিপি আজাদ ইউনিয়ন ব্যাংকে ভিপি পদে পদোন্নতি পেয়েছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

লিপি আজাদ ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএম ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালের ৯ আগস্ট।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) অফিসার পদে যোগদান করেন।

তিনি দীর্ঘ ১৬ বছর ট্রেনিং ইন্সস্টিটিউটসহ এব্যাংকের প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৫ সালের ১০ মে এসএভিপি হিসেবে যোগদান করেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে।

ব্যাংকের চাকরিক্ষেত্রে বহু প্রশিক্ষণ ও কর্মদক্ষতা অর্জন করে তিনি চলতি বছরের ১৭ এপ্রিল ফার্স্ট ভিপি হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন।

রাজনীতি সচেতন লিপি আজাদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তিনি সীতাকুণ্ডের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী কামরুল হায়দারের সহধর্মিনী।

 /কে আই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি