ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

লিবিয়ার সির্ত শহর পুনদর্খলের লড়াইয়ে কমপক্ষে ৩৪ সেনা নিহত

প্রকাশিত : ০৯:০২, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:০২, ২৯ আগস্ট ২০১৬

লিবিয়ায় আইএস এর দখলে থাকা সির্ত শহর পুনদর্খলের লড়াইয়ে কমপক্ষে ৩৪ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০০ জন। রাতে সিরতে শহর জয়ের দ্বারপ্রান্তে এসে আইএস এর এই  হামলার স্বীকার হয় লিবিয়ান সেনারা। তাদের লক্ষ্য করে আইএস পাঁচটি গাড়ি বোমা বিস্ফোরণ, আত্মঘাতি হামলা ও মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় মর্টার ও মার্কিন বিমান হামলার সহায়তায় এগিয়ে যায় সেনারা। ২০১৫ সালের ফেব্র“য়ারি থেকে আইএস এর দখলে রয়েছে সির্ত শহর। চলতি বছরের মে-তে শহর পুনর্দখলে নামে লিবিয়ার সরকার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি