ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

লিবিয়ায় সহিংসতায় নিহত ৩৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০১৮

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় ত্রিমুখী সহিংসতায় গত জানুয়ারি মাসেই অন্তত ৩৯ বেসামরিক নাগরিক নিহত ও ৬৩ জন আহত হয়েছেনস। দেশটিতে থাকা জাতিসংঘ সমর্থিত মিশন (ইউএনএসএমআইএল) বৃহস্পতিবার একথা জানায়।

ইউএনএসএমআইএল সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি মাসে দেশটিতে সহিংসতায় ১০২ জন নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে। গত বছরের অন্য মাসগুলোর তুলনায় চলতি বছরের শুরুর মাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে দেশটিতে।

প্রতিবেদনে আরও বলা হয়, অধিকাংশ হতাহতের কারণ ছিল গাড়িবোমা বিস্ফোরণ, বন্দুক হামলা ও গোলাবর্ষণ। উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি’র সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া নিরাপত্তাহীনতা ও বিশৃংখলাপূর্ণ অবস্থার মধ্যে পড়ে। দেশটির একটি অংশে পশ্চিমা বিশ্বে সমর্থিত একটি সরকার রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি অংশ বিদ্রোহী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করছে।

সূত্র: সিনহুয়ার

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি