লিভারপুলের সাথে গোল শূন্য ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ১০:২৪, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:২৪, ১৮ অক্টোবর ২০১৬
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লিভারপুলের সাথে গোল শূন্য ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড।
শীর্ষে উঠার লড়াইয়ে শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুদল। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো ম্যান ইউ। ৫৫ মিনিটে পগবার পাস থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ইব্রাহিমোভিচ। শেষ পর্যন্ত আর গোল না হলে গোল শূন্য ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ৪ নম্বরে। আর ৭ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৪।
আরও পড়ুন