ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

লুইস ফন গালের পরিবর্তে ম্যান ইউ তে যোগ দিবেন হোসে মরিনহো

প্রকাশিত : ১৫:৪৭, ২২ মে ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ২২ মে ২০১৬

Ekushey Television Ltd.

এফএ কাপের শিরোপা জেতার পরও ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়তে হচ্ছে কোচ লুইস ফন গালকে।  তাঁর পরিবর্তে ম্যান ইউ তে যোগ দিবেন হোসে মরিনহো। এফএ কাপের ফাইনালের আগেই মারিনহোর সাথে সমঝোতা স্বারক সই হয় ম্যানইউর। এইদিকে, ফাইনালের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফন গালের শিষ্যরা। তবে, চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই ম্যাচে ব্যার্থ হলে ফন গালকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। আর গত ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর আবারো কোচের দায়িত্ব পাচ্ছেন ৫৩ বছর বয়সী পর্তুগিজ তারকা মরিনহো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি