ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

লেনদেন ও সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৬:৩৭, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৭, ১১ আগস্ট ২০১৬

লেনদেন ও সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির, আর ৪২টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫০০ কোটি ৯৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৯০টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি