ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

লেবাননে ভোট গ্রহণ শেষ; ফলাফলের অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৭ মে ২০১৮

গত এক দশকের মধ্যে লেবাননে প্রথমবারের মতো আয়োজিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনাও প্রায় শেষের পথে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার জন্য এখন অপেক্ষা করছে লেবানিজরা।

গতকাল রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। ২০০৯ সালের পর প্রথমবার আয়োজিত এই নির্বাচনে ভোট পরেছে অপেক্ষাকৃত কম।  

নিবন্ধিত ৩৮ লক্ষ ভোটারের মধ্যে ভোট দিয়েছে মাত্র ৪৯ দশমিক দুই শতাংশ ভোটার। দশ বছর আগের নির্বাচনেও ভোট দিয়েছিলেন প্রায় ৫৪ শতাংশ ভোটার।

আজ সোমবার রাতের দিকে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে দেশটির নির্বাচন কমিশন।

লেবানীজ গণমাধ্যম এবং বিভিন্ন অসমর্থিত রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, নির্বাচনে ১২৮টি আসনের মধ্যে অর্ধের বেশি আসন পেয়েছে সশস্ত্র সংগঠন হিযবুল্লাহ ও তার জোট।

এবারের নির্বাচনে ১২৮টি আসনের বিপরীতে লড়েছেন ৫৮৩ জন প্রার্থী। এদের মধ্যে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী ছিলেন ৮৬ জন।

প্রসঙ্গত, ২০০৯ সালে নির্বাচিত সরকারের মেয়াদ ২০১৩ সালে শেষ হয়। কিন্তু প্বার্শবর্তী দেশ সিরিয়ার অস্থিতিশীল অবস্থার কারণে দেশটির সংসদ দুই দফা তার মেয়াদ বৃদ্ধি করে। সবশেষ গত ১০ বছরে প্রথমবার মতো এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

সূত্রঃ আল-জাজিরা

//এস এইচ এস//  এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি