ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

লোকপ্রশাসন বিভাগকে কলেজে অন্তর্ভূক্তির দাবি

প্রকাশিত : ১৭:০৬, ১০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

লোকপ্রশাসন বিভাগকে বিভিন্ন কলেজে অন্তর্ভূক্তিকরণসহ চার দফা দাবিতে র‌্যালী ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ‘বাংলাদেশ লোক প্রশাসন অধ্যয়ন কেন্দ্র’ এর ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি পালন করে তারা।

বুধবার দুপুর ১২টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র‌্যালী শুরু করে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যূরালের সামনে মানববন্ধনে করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘লোকপ্রশাসনের আলো কলেজে কলেজে জ্বালো’ ‘লোকপ্রশাসন পড়ুক কলেজের শিক্ষার্থী দেশের নেতৃত্বে আসবে অগ্রগতি’ ‘৪১তম বিসিএস থেকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা হোক’ ‘বাস্তবায়ন করতে হলে সু-শাসন জানতে হবে লোকপ্রশাসন, ‘লোকপ্রশাসন বিভাগকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভূক্তি চাই’ এসব লোখা বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

একই সঙ্গে চার দফা দাবিতে স্বাক্ষরতা অভিযান চালায় বিভাগের শিক্ষার্থীরা। এতে বিভাগটির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগটির সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেন, অধ্যাপক একেএম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মেদ আসাদুজ্জামান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক লুতফর রহমান, সহযোগী অধ্যাপক মূন্সী মর্তুজা আলী, বিভাগের শিক্ষার্থী রতনা খাতুন, তৌফিক আহমেদ, মুতাসিম বিল্লাহ পাপ্পু প্রমূখ।

মানববন্ধনে চার দফা দাবি পূরণের দাবি জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো,সরকারি কলেজ সমূহে লোকপ্রশাসন বিভাগ চালু করা ৪১তম বিসিএস থেকে এই বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পার্যায়ে ছড়িয়ে দেওয়া এবং লোকপ্রশাসনের জন্য বিশেষ চাকুরীর ক্ষেত্র তৈরি করা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি