ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ল্যানসেটের ২০০ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেট (The Lancet)। চিকিৎসা গবেষণা অঙ্গনে ‘ল্যানসেট’ এক মোহনীয় নাম। এটি হচ্ছে পৃথিবীর সেরা এবং অত্যন্ত প্রভাবশালী এক চিকিৎসা সাময়িকী। ল্যানসেটে কিছু ছাপাতে পারলে গবেষকরা নিজেদের ধন্য মনে করেন। 

এমনও বলা হয় যে, ল্যানসেটে নাম লেখাতে না পারলে গবেষণা জীবনটাই নাকি ব্যর্থ হয়ে যায়।

উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট পৃথিবীর আরও অনেক নামি-দামি সাময়িকী রয়েছে। এগুলোর মধ্যে- সায়েন্টিফিক আমেরিকান, নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, বিএমজে, সায়েন্স, ওয়ার্ল্ড ডেভলপমেন্ট, বুলেটিন অব দ্য ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, রিভিউ অব ইন্টারন্যাশনাল এডুকেশন প্রভৃতি। কিন্তু ল্যানসেট- এর ভাবমর্যাদাই অন্যরকম।

ল্যানসেট সাময়িকী লন্ডন থেকে প্রথম আত্মপ্রকাশ করে ১৮২৩ সালে। সমাদৃত এই সাময়িকীতে বিভিন্ন ধরনের লেখা ছাপা হয়। প্রতি সপ্তাহে শত শত লেখা জমা পড়ে কিন্তু তার মধ্য থেকে শতকরা মাত্র পাঁচভাগ প্রকাশিত হয়, বাকি ৯৫ ভাগ প্রত্যাখ্যাত হয়। লেখার মানের ব্যাপারে ল্যানসেটের নিয়মকানুন বড়ই কড়া।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি