শওকত জাহানের পরিচালনায় শিশু চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:৩৬, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩৬, ২৯ অক্টোবর ২০১৬
চিত্রশিল্পী শওকত জাহানের পরিচালনায় চট্টগ্রামের পাথরঘাটায় হয়ে গেল শিশু চিত্রপ্রদর্শনী।
সাপ্তাহিক চট্টলার পরিচালক আবু সুফিয়ান প্রদর্শনীর উদ্বোধন করেন। পাথরঘাটার সেন্ট প্লাাসিডস্ধসঢ়; স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে ৭শ’রও বেশি শিশু শিল্পী অংশ নেয়। কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি’র সভাপতিত্বে ২দিনের প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশপ এম.কস্তা সিএসসি। পরে আজকের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন