
শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে নিউজিল্যান্ডে দুইজন নিহত হয়েছে।
ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পূর্ব অঞ্চলে ভূমিকম্পের পরপরই সুনামি আঘাত হানে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি সুনামির আঘাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যায়নি। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র সুনামি অব্যাহত থাকার আশঙ্কা জানিয়েছে। বাসিন্দাদের কাছাকাছি উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।