ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

শঙ্কার মধ্যেই ভোট চলছে আফগানিস্তানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২০ অক্টোবর ২০১৮

ভয়, আতঙ্ক এবং শঙ্কার মধ্য দিয়ে আফগানিস্তানে চলছে সংসদীয় নির্বাচন। শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হয়েছে।  

এ ভোটকে কেন্দ্র করে আফগানিস্তারের সরকারি কর্মকর্তারা নিরাপত্তার জোরধার করেছে।  এর অংশ হিসেবে ভোট কেন্দ্রগুলোকে ঘিরে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় ৫৪ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। 

এবারের নির্বাচনে আড়াই হাজারের বেশি প্রার্থী লড়াই করছেন, যাদের মধ্যে নারী প্রার্থীও রয়েছে। সংসদীয় আসন রয়েছে আড়াইশটি।

এ সংসদীয় নির্বাচনে প্রায় ৯০ লাখ ভোটার তাদের মতামত জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এই সংসদীয় নির্বাচন আগামী বছরের এপ্রিলে হতে যাওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে। তাই এই নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন পর্যবেক্ষকরা।

এদিকে সশস্ত্র গোষ্ঠী তালেবানরা এই সংসদীয় নির্বাচনকে‘জাল’ সংসদ নির্বাচন হিসেবে আখ্যায়িত করে তা বয়কট করতে জনগণের প্রতি আহ্বানও জানিয়েছেন। তাদের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আফগান জনগণ এই নির্বাচনে কতটুকা সাড়া দেবেন সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: বিবিসি ও আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি