ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শরীয়তপুরের গোসাইরহাটে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নাগেরপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্যের নাম নজরুল ইসলাম (৪২)। তিনি নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

গোসাইরহাট থানার ওসি এম মেহেদী মাসুদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর থেকে নিজ বাড়ি যাওয়ার পথে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জমিজমা নিয়ে এক আত্মীয়ের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি