ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মন্দিরে মন্দিরে

প্রকাশিত : ১৫:০৪, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৪, ২৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সনাতন ধর্মাবলম্বীদের সবচে’ বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মন্দিরে মন্দিরে। রাজধানীর পূজা মন্দির ও মন্ডপগুলোও সাজানো হচ্ছে নানা রঙে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। সনাতন ধর্মাম্বলীদের দেবী দূর্গা, দুর্গতি নাশিনী। অশুভ শক্তির বিনাশ করতেই ধরনীতে আসেন দেবী।  তাইতো তার আগমনের অপেক্ষায় হিন্দু সম্প্রদায়। শারদীয় দুর্গাৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন মন্দিরসহ পুরনো ঢাকার পূজামন্ডপগুলোতে চলছে প্রতিমা নির্মাণের কাজ। কারিগররা তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন মা দুর্গাকে। মন্দির-মন্ডপগুলো সাজবে উৎসবের সাজে। তাই প্রস্তুতিরও কমতি নেই। বছরের এই একটি বারই মা দুর্গা আসেন ভক্তদের মাঝে। অসুর অর্থাৎ সব অশুভ শক্তিকে বিনাশ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। ভক্তদের প্রার্থণা হবে সকল অপশক্তি, অমঙ্গল দূর করে শান্তির বারতা ছড়িয়ে দেবেন দেবী দূর্গা। দেবী দুর্গার আগমনে বিশ্ব জুড়ে বইবে সুখ সমৃদ্ধি এ প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি