ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শার্শায় মাদক বিক্রির টাকাসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭, ৩ মে ২০২০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে আটক শফিকুল ইসলাম- একুশে টেলিভিশন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে আটক শফিকুল ইসলাম- একুশে টেলিভিশন

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও অন্যান্য মাদক বিক্রির ৩ লাখ ৮৬ হাজার ৪ শত টাকাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৮)। আটকের সময়ে ফুলসদ্দিন নামে অপর একজন পালিয়ে যান। শফিকুল ইসলাম শার্শা থানার পাকশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে ও পলাতক ফুলসদ্দিন একই গ্রামের সুলতান খাঁর ছেলে।

শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মালেক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাকশিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত ফুলসদ্দিনের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল ও নগদ ৩ লাখ ৮৬ হাজার ৪ শত টাকা উদ্ধার করে বিজিবি। টাকাগুলো মাদক ব্যবসার বলে বিজিবি জানিয়েছে। আটক শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে তাকে শার্শা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি