শিক্ষা প্রতিষ্ঠানের সেরা কনটেন্ট নির্মাতাদের অ্যাওয়ার্ড
প্রকাশিত : ১৯:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
শিক্ষা প্রতিষ্ঠানের সেরা কনটেন্ট নির্মাতাদের অ্যাওয়ার্ড দিয়েছে বিএসবি ফাউন্ডেশন।
শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সেরা কন্টেন্ট নির্মাতাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ছাত্র-ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে এই স্বীকৃতি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন-এর তত্ত্বাবধানে সারাদেশে ডিজিটাল বিপ্লবেরও প্রশংসা করেন বক্তারা।
আরও পড়ুন