ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

শিক্ষার্থীদের অনশন ভাঙালেন জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৬ জানুয়ারি ২০২২

বরেণ্য কথাসাহিত্যিক, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। তবে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। 

দীর্ঘ সময় খাবার গ্রহণ না করার কারণে শিক্ষার্থীদের শরীরে গ্লুকোজ কমে গেছে। ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে যাচ্ছিলেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শাবি ক্যাম্পাস সস্ত্রীক পৌঁছেন অধ্যাপক জাফর ইকবাল। এসময় শিক্ষার্থীদের তিনি জানান তাকে আশ্বাস দিয়ে পাঠানো হয়েছে। এক পর্যায়ে সম্মোহিত হয়ে শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি