ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিটিএমএ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৩০ জানুয়ারি ২০২৪

শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার করে আগের দামে ফেরত যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার কথা বলে গত বছর গ্যাসের দাম বাড়ানো হয়, কিন্ত পেট্রোবাংলা নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারেনি। এই পরিস্থিতিতে তারা আগের দামে ফেরত যাক; নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দাম আবার বাড়ানো হোক।

মোহাম্মদ আলী খোকন বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সংকটে ভুগছে এ খাত। মিল বন্ধ থাকায় উৎপাদন না করতে পারায় সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আর এই অনিশ্চয়তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

‘সরকার ১০০টি ইকোনমিক জোন করছে, বিদেশি ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে। আমরা দেশি উদ্যোক্তারা গ্যাস পাচ্ছি না,’ আক্ষেপ খোকনের। তিনি প্রশ্ন তোলেন, বিদেশিদের গ্যাস দিবেন কোথা থেকে?

তিনি বলেন, ২০২২ সালে বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস না থাকলেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। গ্যাস সংকটের কারণে বয়লার চালু করা সম্ভব হচ্ছে না, বন্ধ আছে ফেব্রিক প্রসেসিং। বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত না হলে বস্ত্র খাতে নতুন বিনিয়োগ হবে কি না, তা নিয়ে সংশয় থেকে যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি পূর্বাচলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী শুরু হবে এবং চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে বিশ্বের ৩২ দেশের ১ হাজার ১০০ টেক্সাইল ও গার্মেন্টস মেশিনারি প্রতিষ্ঠান অংশ নেবে।

প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি