ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শিশু নিবাসে ঠাঁই হল পেট ফেটে জন্ম নেয়া সেই নবজাতকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই নবজাতককে শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সময় সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহসহ নবজাতক শিশুটির পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবজাতকটিকে লালন-পালনের জন্য সমাজসেবা অধিদফতর পরিচালিত ঢাকার আজিমপুরের শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতি নেয়া হয়েছে।

একই সভায় শিশু কল্যাণ বোর্ড ও পরিবারের সদস্যদের সম্মতিতে নবজাতকটির নাম ফাতেমা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি