ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

শিশুদের স্বাভাবিক বিকাশসহ বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত সরকার বদ্ধপরিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

শিশুদের স্বাভাবিক বিকাশসহ বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় মানবাধিকার কমিশন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় ও আর্ন্তজাতিক শ্রমসংস্থা আইএলও-এর যৌথ আয়োজনে ’শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০১৭ এর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর বিকাশ রোধ করে উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, প্রতিটি শিশু যাতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিশুশ্রম বন্ধ করতে তিনি জনসচেতনতা আরো বাড়ানোরও তাগিদ দেন রাষ্ট্রপতি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি