ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

শীতলক্ষ্যা পাড়ের মানুষ জেনে-বুঝেই বেছে নিয়েছেন নগর অভিভাবক

প্রকাশিত : ১৩:৪১, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪১, ২৩ ডিসেম্বর ২০১৬

উন্নয়ন, ব্যক্তি ইমেজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় সেলিনা হায়াৎ আইভীর প্রতি নারায়ণগঞ্জের মানুষের আস্থা শতভাগ। আবার অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অন্যদের তুলনায় ক্লিন ইমেজের হলেও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন বলেই মনে করেন শহরবাসী। তবে শীতলক্ষ্যা পাড়ের মানুষ জেনে-বুঝেই বেছে নিয়েছেন নগর অভিভাবককে। ডা. সেলিনা হায়াৎ আইভী জেতার পর নারায়ণগঞ্জের অলি-গলিতে সাধারণ মানুষের মিছিল ছিল গভীর রাত পর্যন্ত। আইভীর দেওভাগের বাড়ি, বিএনপি কার্যালয়, চাষাঢ়া মোড় কিংবা নারায়ণগঞ্জ ক্লাবের সামনে ছিল হাজার-হাজার মানুষের উপস্থিতি। সহজ মানুষের সরল কথাবার্তায় বেরিয়ে এসেছে নির্বাচনে জয়-পরাজয়ের নেপথ্যের বার্তা। তবে ফলাফল মেনে নিয়েই অপশক্তি মোকাবেলায় আইভীর সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা বিএনপি। অবশ্য নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কাছে এই ভোট ছিল নানান কারণেই তাৎপর্যপূর্ণ।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি