ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শুভ জন্মষ্টমী আজ

প্রকাশিত : ১০:২১, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৩, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জন্মষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্ম রক্ষায় ভগবান রূপে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার মর্মবানী গ্রহন করার আহবান জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। একই সাথে দেশে দেশে ধর্মীয় সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন তারা। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষদিকে খ্রিষ্টপূর্বে ১৫০৬ অব্দে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বাসুদেব ও দেবকীর গর্ভের সাতটি সন্তান হত্যার পর, চারদিকে আলোয় উদ্ভাসিত করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের অষ্টম সন্তানরুপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সদ্য পরিণীতা বোন দেবকীকে বাসুদেবসহ রথে করে নিয়ে যাবার সময় কংস দৈববাণী শুনতে পান, এই বোনের অষ্টম সন্তানই হবে মৃত্যুর কারণ। মৃত্যুর আশংকায় এবং মথুরার রাজত্য হারানোর ভয়ে উদ্যত হন রাজা কংস। কিন্তু শ্রী কৃষ্ণ মথুরা বাসির শান্তির লক্ষ্যে লীলাছলে গকুলের নন্দালয়ে ধীরে ধীরে বড় হন জসদার স্নেহে। শ্রীকৃষ্ণের পৃথিবীতে আসার কারণ সম্পর্কে শ্রীমদভগবত গীতায় রয়েছে- শ্রী কৃষ্ণ বলছেন, যখনি পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন আমি অবতীর্ণ হই, সাধুদের রক্ষা দুষ্টের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি। বর্তমান দেশ তথা বিশ্বের যে হানাহানি তা থেকে পরিত্রান পেতে, ধর্ম যার যার উৎসব সবার এমন্ত্রে দীক্ষিত হবার কথা বলছেন ধর্মগুরুরা। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে বিশ্ব সমাজকে আবদ্ধ করার ক্ষেত্রে শ্রী কৃষ্ণের দর্শন ও প্রেমের বাণী কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন ভক্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি