ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শুল্ক রেয়াত সুবিধা পাচ্ছে মোটরগাড়ি উৎপাদন শিল্প

প্রকাশিত : ০৯:১৯, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

 

দেশের মোটরগাড়ি উৎপাদন শিল্পকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয়ভাবে মোটরগাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে শুল্ক রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এনবিআর বলছে, ‘কেবল কাস্টমস ডিউটি বহাল রেখে ভ্যাট ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকেও অব্যাহতি প্রদান করা যেতে পারে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সম্প্রতি সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ প্রস্তাব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি বলেন, প্রস্তাবটি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে দেওয়া হয়েছিল। তিনি বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলেন। তবে এরই মধ্যে নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দায়িত্ব নিয়েছেন। বিষয়টি তাকেও অবহিত করা হবে।

এনবিআরের প্রস্তাবে বলা হয়, চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে গাড়ি উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে এবং স্থানীয় উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি দিয়ে এ শিল্পকে প্রণোদনা প্রদানের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি