ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগীতা

প্রকাশিত : ২০:০২, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:০২, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে শুরু হয়েছে  শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগীতা। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শহীদ তাজউদ্দিন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষ্যে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ২৬০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে চার দিনের এই প্রতিযোগীতায়। ২১ অক্টোবর প্রতিযোগীতার শেষ দিন বিজয়ীদের পুরুষ্কৃত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে টেবিল টেনিস ফেডারেশনর সভাপতি, আব্দুল করিম ছাড়াও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি