ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় বাদে অন্যসব দোকান বন্ধ ঘোষণা

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ১১ মে ২০২০

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর কার্যালয়।

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর কার্যালয়।

শেরপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকানপাট দু’দিন খোলা রাখলেও মঙ্গলবার ১২ মে) থেকে বন্ধের ঘোষণা দিয়েছে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার গত ১০ মে থেকে কিছু শর্ত সাপেক্ষে খোলা রাখার নির্দেশ প্রদান করেন। 

করোনা পরিস্থিতির বর্তমান অবস্থায় দোকানপাট খোলা রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা সম্ভব হচ্ছে না। তাই জনগণের জীবন বাঁচানো ও বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ১১ মে দুপুরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর কার্যনির্বাহী পরিষদ জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জরুরী বর্ধিতসভা করে ১২ মে থেকে দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

এদিন গণমাধ্যমকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ঔষধের দোকান, মুদির দোকান ও কৃষি যন্ত্রপাতির দোকান এই নির্দেশের আওতামুক্ত থাকবে। সেইসাথে জরুরী প্রয়োজন ছাড়া সকল ব্যবসায়ী ভাইদেরকে নিজ বাড়িতে অবস্থান করারও অনুরোধ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি